বর্তমান সময়ে বাংলাদেশে
অনেক বেশি মাত্রায় গরম পড়ছে। যার ফলে অনেকের হিটস্ট্রোক হচ্ছে। হিটস্ট্রোক হলে ঘাবড়ে
না গিয়ে নিচের করণীয়গুলো করলে দ্রুত সুস্থতা পাওয়া যাবে।
- দ্রুত আক্রান্ত
ব্যক্তিকে ঠান্ডা বা শীতল কোনো স্থানে নিয়ে যেতে হবে।
- শরীরের অতিরিক্ত
কাপড়চোপড় সরিয়ে ফেলতে হবে।
- প্রচুর পানি,
ফলের জুস অথবা শরবত, খাবার স্যালাইন পান করতে হবে।
- সমস্ত শরীর ভেজা
কাপড় দিয়ে মুছে দিতে হবে।
- শরীর ঠান্ডা
করতে কুলিং ফ্যান ব্যবহার করতে হবে।
- বগলের নিচে আইস
প্যাক কাপড়ে জড়িয়ে দিয়ে রাখা যায়।
- রোগী অচেতন হলে
মুখে পানি জোর করে দেওয়ার চেষ্টা না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
Nationwide Delivery: We are committed to making your shopping experience hassle-free. Benefit from our nationwide delivery service, ensuring that you can enjoy the best of Bangladeshi lifestyle products, no matter where you are.
Elevate your lifestyle with Healthy Living BD - where tradition meets modernity, and well-being is a way of life. Join us on this journey of cultural discovery and conscious living. Shop with us today!