আমাদের শরীর থেকে
বর্জ্য পদার্থ অপসারণ করে মূত্র তন্ত্র বা মূত্রনালি, ইংরেজিতে urinary system,
renal system বা urinary tract নামেও পরিচিত। মূত্রতন্ত্রের মধ্যে থাকে ২টি কিডনি,
২টি ইউরেটার, একটি মূত্রথলি বা ব্লাডার। মূত্রতন্ত্রের কোনো অংশে জীবাণুর সংক্রমণ হলে
সেটিকে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ বলে। ডাক্তারি ভাষায় একে 'ইউরিনারি ট্র্যাক
ইনফেকশন বা ' ইউটিআই ' বলে। সংক্ষেপে, মূত্রতন্ত্রের যেকোনো অংশ যদি জীবাণু দিয়ে সংক্রমিত
হয়, তাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন বলে।
ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো উল্লেখ করা হলঃ
• প্রস্রাবের সময় মূথনালীতে জ্বালাপোড়া বা ব্যথা অনুভূতি হবে।
• গায়ে জ্বর জ্বর ভাব থাকবে। কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। কিডনিতে
ইনফেকশন হলে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।
• প্রস্রাবের রঙ বদলে যেতে পারে।
• প্রস্রাবে অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়া যেতে পারে।
• তলপেটে ব্যথা হতে পারে।
• প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া।
• মানসিক বিভ্রান্তি অথবা ক্ষোভ সৃষ্টি
ইউরিন ইনফেকশনের কারণঃ
ইউরিন ইনফেকশন বিভিন্ন
কারণে হতে পারে। সাধারণত বিভিন্ন জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায়।
প্রস্রাবের রাস্তা বা মূত্রনালী দিয়ে এসব জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে। নারী-পুরুষভেদে
সবারই প্রস্রাবের ইনফেকশন হতে পারে। প্রতিদিন ঠিকমতো গোসল করা না হলে, নিজের গোপনাঙ্গ
পরিষ্কার না থাকলে, পানি কম খেলে, প্রস্রাব বেশিক্ষণ চেপে রাখলে সেখান থেকে সৃষ্টি
হয় ইউরিন ইনফেকশন।
প্রতিরোধে যা করা
যেতে পারেঃ
• প্রচুর পানি পান করা উচিত। (কমপক্ষে ৬ থেকে ৮ গ্লাস)
• মূত্রথলিতে জমে থাকা মূত্র সম্পূর্ণ ত্যাগ করুন।
• যৌনাঙ্গ সর্বদা পরিস্কার রাখার চেষ্টা করুন।
• সুতি কাপড়ের ঢিলেঢালা অন্তর্বাস ব্যবহার করার করুন।
• ১ থেকে ৩ বছর বয়সী বাচ্চার ডায়পার নিয়মিত পরিবর্তন করুন।
• প্রস্রাবের বেগ আসলে তা ধরে রাখা মোটেও উচিত নয়।
• প্রস্রাব করার সময় তাড়াহুড়ো করবেন না।
• চিনিযুক্ত খাবার ও পানীয় বর্জন করুন।
ইউরিন ইনফেকশনের
উপরিউক্ত লক্ষণসমূহ আবির্ভাব হলে সেগুলো উপেক্ষা না করে যথাসম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের
শরণাপন্ন হতে হবে। ডাক্তার প্রস্রাব পরীক্ষা করানোর পর প্রয়োজনবোধে উপযুক্ত অ্যান্টিবায়োটিক
সেবনের পরামর্শ দিতে পারেন।
সাধারণত গুরুতর ইউরিন
ইনফেকশন না হলে বেশিরভাগ ক্ষেত্রে বিশেষজ্ঞরা তিন দিন থেকে এক সপ্তাহ অ্যান্টিবায়োটিক
সেবনের পরামর্শ দিয়ে থাকেন। তবে ইনফেকশনের কারণ ও ধরনের ওপর ভিত্তি করে আরও বেশি সময়
ধরে চিকিৎসা নেয়ার প্রয়োজন হতে পারে। ক্ষেত্রবিশেষে কয়েক মাস ধরে অ্যান্টিবায়োটিক সেবন
করতে হতে পারে। গুরুতর ইউরিন ইনফেকশন হলে রোগীকে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য
হাসপাতালে পাঠানো হয়। এক্ষেত্রে কিছুদিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি
থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে।
Nationwide Delivery: We are committed to making your shopping experience hassle-free. Benefit from our nationwide delivery service, ensuring that you can enjoy the best of Bangladeshi lifestyle products, no matter where you are.
Elevate your lifestyle with Healthy Living BD - where tradition meets modernity, and well-being is a way of life. Join us on this journey of cultural discovery and conscious living. Shop with us today!